সকালে ঘুম ভাঙ্গিলে বিছানায় উঠি,
যেমনটি করি সর্বদা খুশির ফুর্তি।
আজও তার ব্যতিক্রম হয়নি তো,
জানালে যে কি সব যুক্তিতর্ক।
হঠাৎ করে তাল কাটলো বুঝি,
বাড়ির দোয়ারে অনেক লোকের পদধুলি।
নাম ধরে ডাকে তারা অমুক আছো বাড়ি,
অগত্যা সাড়া দিলুম আসুন অতিথি।
কাঁচুমাচু মুখে তাদের সংশয়ে সরব,
তোমার ছেলে বাড়ি আছে খোঁজতো করো একবার।
কেন কি হয়েছে যদি কিছু বলেন,
তাইতো হৃদয়টা কেমন ধড়াস ধড়াস নড়েন।
আমাদের কন্যা নিখোঁজ হয়েছে গত রাতের শেষে,
খোঁজ খবরে তোমার সন্তানের নামটি উঠে আসে।
দেখছি আমি সন্তান আছে কি না ঘরে,
অনেক খোঁজার পরেও পেলাম না যে তারে।
কি করবো কোথায় যাবো বলুন আপনারা,
খুঁজতে থাকো পরিজনে কোথায় আছে তারা।
আমাদের কন্যার ক্ষতি হলে ছাড়বো না কাউকেই,
বাহুবলীর নির্দেশে মনের সুখ নিভলো নিমিষে।
ভয়ের চোটে পরিবার নামল ময়দানে,
খোঁজ পেল উৎস অনেক সন্ধানে।
ভালোবাসার অপরাধে নির্যাতন করতো বাবা মায়ে,
যন্ত্রণায় বাধ্য করলো প্রেমিককে সঙ্গ দিতে।
অনেক বুঝিয়েও কাজনা হলে প্রেমিক নিরুপায়,
সঙ্গে নিয়ে ঘর করতে হবে দিল দিব্যি যথাসময়।
অনেক খোঁজার পরে তাদের মিলল দেখা,
আদর করে দুই পরিবার ছলনায় আনল নিজেদের পাড়া।
ক্ষমতার বলিয়ানে কিনলো ভালোবাসার ধার,
সৎ প্রেম থাকলে মিলন হবে বারবার ।
