বিদায় : অর্পিতা কুন্ডু


 

গভীর একটা কষ্ট 

আকাশের চাঁদটার মত সুন্দর.....

যাকে ধরা যায় না ছোঁয়া যায়  না

শুধু নীরবতায় অনুভব করতে হয়.....

আমার একলা ব‍্যালকনিতে.....

তুমি  চাঁদ আর আমি তোমার কলঙ্ক।

তুমি থেকে যেতে আমার খোলা  জানালা হয়ে....

সেই অধিকারটুকুও দিলে না।

শুধু চোখের জলে ভাসিয়ে.....একা করে দিয়ে 

হাসতে হাসতে চলে গেলে।

পিছন ফিরে একবার তাকালে দেখতে

আমি আর ভালো নেই.......

তোমার ফেরার অপেক্ষা করি না।

ভালো থাকার জগৎ টাকে তুমি 

খেলার ছলে ভেঙে ফেলেছো।

বিদায় চেয়েছো.....

উপহার দিলাম আমার সবটুকু উজার করে......

বিদায়  বন্ধু.....!

কি নিদারুণ অপেক্ষার পথে তিল তিল করে

শেষ হচ্ছি....উপেক্ষিত আমিটা...

তবু তুমি আছো আমার অস্তিত্বে জড়িয়ে।

আমার প্রতি নিঃশ্বাসে।

আমার প্রতিটা মুহূর্তে....

কেবল আমি নেই তোমার কোথাও।

Post a Comment

Previous Post Next Post