শিক্ষক দিবস : শিল্পা ঘোষ


 

ছাত্ররা আজ আসবে স্কুলে

তোমার জন্য গাইবে গান

আবৃত্তি আর বক্তৃতা দিয়ে

তোমাকে জানাবে সম্মান ;

দেবেই দেবে উপহার ওরা

নেবেই নেবে আশীর্বাদ

তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে

হবে নির্মল নিখাদ ।

তোমাকে দেখেই ওদের চলা

স্বপ্ন ভবিষ্যতে

মানুষ গড়ার কারিগর তুমি

আগামীর পৃথিবীতে;

সদা হাস্যে দেখি তোমায়

শিক্ষা করছো দান ,

চির উজ্জ্বল ‘শিক্ষক’ তুমি

তোমারে করি প্রণাম ।।

Post a Comment

Previous Post Next Post