অস্তিত্ব : অর্পিতা কুন্ডু


 

পাহাড়ের বাঁকে কুয়াশা ঘেরা 

এক ধুসর সন্ধ্যায় 

যদি অস্তিত্ব খুঁজে পাই

একটা রডোডেনড্রনের......

তবে কি তুমি অবাক হবে?


কখনো যদি সমুদ্রনীল কাজলরেখায়

রাঙিয়ে দেয় আমার চোখ দুটিকে কোন অপরিচিত মেঘ

কিংবা শিশিরভেজা ঘাসে দাঁড়িয়ে 

শিউলিরাঙা প্রথম সূর্যের নরম আলোয়

যদি আকাশ দেখি.....তবে হাসবে কি?


কখনো যদি আমার অভিমানি অস্তিত্ব মুখ 

লুকোয় সন্ধ্যার চাদরে

তখন আমি এক বিন্দু প্রাণ হয়ে

নিজের অস্তিত্ব খুঁজি প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপে.....

এ অস্তিত্ব আমার  একার ই।

সেখানে অনুভূতিরা কথামালায় সাজিয়ে দেয়

একখানি কবিতার  প্রেক্ষাপট।


বাস্তবের প‍্রাচীর তোলা সাজানো জীবনে 

একটা স্বপ্ন মুক্তি খোঁজে।


ঐ নীল সন্ধ্যার ভেজা ঘাসে আমার

অস্তিত্ব যেদিন মিশে যাবে সেদিন কি 

চিক চিক করবে তোমার চোখের  কোণ

আমার অস্তিত্বহীনতায়...!

Post a Comment

Previous Post Next Post