মানুষের চরিত্র : গৌতম মাইতি ( চামেলী)


 

মানুষ যদি মানুষ হয়

কিসের চিন্তা তবে,

মানুষ চিনতে মগজখানা

ধুয়ে রাখতে হবে ।

ধোয়া মগজ দিয়ে আমি

পাইনি খুঁজে মানুষ,

মানুষ রূপে সবাই দেখি

রঙ বেরঙের ফানুস।

মানুষ ঠকে মানুষ ঠকায়

মানুষ ভীষণ চালাক,

হিসেব কষে ভুল পা ফেলে

কপালে জোটে তালাক।

রাজনীতিতে মানুষ আসে

মানুষ ব্যবসা করে,

সবাই কেমন মানুষ সেজে

বোকা মানুষ ধরে ।।

Post a Comment

Previous Post Next Post