তোমায় খুজি আমি এই মেঘ বর্ষায়
ও মেঘ বালিকা।
তোমায় খুঁজেছি মেঘের আড়ালে
আমার স্বপ্নের মল্লিকা।
তোমায় খুঁজেছি আমি সকাল ও বিকালে
ধূ ধূ বালুচরে।
দিশেহারার মতো কত বারে বারে
তব পায়নি তোমার দেখা আলোক আঁধারে।।
তুমি কোথায় তুমি কোথায় হারিয়ে গিয়েছো
আমি নীড় হারা বুলবুলির মত
তোমায় তন্ন তন্ন করে খুঁজেছি অলিতে-গলিতে
রাজপথে কত শত।।
এই মনে তীর বিঁধে আছে তোমার ভালোবাসা
তোমায় না দেখায়
তীব্র যন্ত্রণায় জ্বলে পুড়ে মরি।।
মন আর কিছুতেই ভালো লাগে না
সেইসব মধুমাখা স্মৃতি অনুভবে নয়নের মাঝে
পাপড়ি মেলে ধরি।।
হৃদয় তত প্রদীপের শিখার মতো জ্বলতে থাকে
থরথর কাঁপে ওঠে।।
গোটা গা শিউরে ওঠে গায়ে লোম কাঁটা দিয়ে ওঠে
দু নয়ন হতে ভালোবাসার অশ্রু ফোটে।।
চোখের সামনে ভেসে ওঠে তোমার অপরূপ
মুখখানি।।
ভেসে ওঠে তোমার সেই মিষ্টি মধুর সুরোওধ্বনি
আমার মনকে দিতে ভরিয়ে কত খানি।।
আজ তুমি হারিয়ে যাওয়াতে আমি কত অসহায়
তুমি ছাড়া আমি যেন হয়ে আছি ফোনই হারামণি
তুমি কবে আসবে ফিরে তার অপেক্ষায় আমি
বসে বসে দিবানিশি দিন গুনি।।
