ছোট আশা : অর্পিতা গাঙ্গুলী


ছোটবেলায় স্বাধীনতাদিবসের পুণ্য লগ্নে উৎসুক হয়ে দাঁড়াতাম তেরঙ্গা পতাকার কাছে । কত সংগ্রাম ,কত আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি তা তখন জানা ছিল না ।ক্রমে ইতিহাস জানলাম ।কত শহীদের রক্ত রঞ্জিত এই ভারতভূমি! যেমন বৈচিত্রময় তেমনি অপার সুন্দর । অতন্দ্র প্রহরী সেনাদলের দক্ষতা আর আত্মত্যাগে দেশ আমার সুরক্ষিত।তবু স্বাধীনতার পঁচাত্তর বছরের পদার্পণেও অনেক স্বপ্ন অধরা । স্বাধীনতা মানে তেরঙ্গা পতাকা আর লাড্ডু নয়।স্বাধীনতা মানে এক চিলতে ঘরে হাসিমুখে বেঁচে থাকার গল্প, দু মুঠো খাবার খাওয়ার গল্প, কাজ করে অর্থ উপার্জনের আশ্বাস, শিশুশ্রম মুছে গিয়ে শিক্ষার অধিকার আর স্বপ্ন সার্থক করার গল্প ।সবমিলিয়ে আমার দেশকে ঝলমলে প্রাণপ্রাচুর্যে ভরা দেখতে চাই।সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক ভারতবর্ষের জ্ঞানের আলো ও প্রজ্ঞার কিরন।

Post a Comment

Previous Post Next Post