দেশমাতৃকার শৃঙ্খল মুক্তির অনড় অঙ্গীকার,
স্বতন্ত্র অধিকার, গণতন্ত্র, প্রজাতন্ত্র প্রতিষ্ঠার...
স্বপ্নিল পথ ধরে দৃঢ় প্রত্যয় পুঁজি করে -
পবিত্র লক্ষ্যের সফল উত্তোরনই এই স্বাধীনতা!
আজ, হাজার পরিবর্তন ঘটেছে বাহ্যিক অবয়বে,
অন্তরের কালিমা বিরাজিত বহুরুপী সাজে!
স্বার্থপরতা, ধান্দাবাজি, স্বজন পোষণ, আত্মকেন্দ্রিকতা...
সযত্নে লালিত দেখি স্বাধীনতার অন্ধগহ্বরে!
Tags:
বাংলা কবিতা
