বিগত ১ বছরের ও অধিক সময় আমরা স্বাভাবিক জীবনযাপন থেকে বহুদূরে । সংসারের জটিলতা , ভাইয়ে ভাইয়ে ঠেলাঠেলি , সবকিছুকে ছাপিয়ে এক ভাইরাস আমাদের আজ স্বার্থপর করে দিল। দূরত্ব বাড়িয়ে দিল একে অন্যের মধ্যে। আজ আর কেউ প্রশ্ন করে না, কেন কেউ কারোর বাড়ি যায় না ? আসলে আমরা অনেকেই মনে প্রাণে চাইতাম , পৃথিবীর চেহারাটা যেনো এমনটা হয়। আমাদের হয়ে এক ' ভাইরাস ' সেই কাজটা করে দিলো।
" অন্যান্য প্রাণীর থেকে মানুষ তো উন্নত বলেই বলা হয়। তাই তো আশা আমরা এই মারণ ভাইরাস এর হাত থেকে এই পৃথিবীকে উদ্ধার করবই।"
এখন প্রশ্ন হলো , মানুষ বড় চঞ্চল। কোনো কিছুতেই তার মন লাগে না। যেমনটা হলো এই নতুন ব্যবস্থায়। আসলে আমরা কোনো কিছুতেই খুশী হতে পারিনা ! তাই তো আমরা বর্তমান অচলাবস্থা কাটানোর জন্য মরিয়া হয়ে উঠেছি। মনের মধ্যে করোনা আতঙ্কও রয়েছে। সব মিলিয়ে এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলেছি, সবাই যে যার মতো মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছি।
করোনা আমাদের অনেককিছু কেড়ে নিয়েছে। যা কোনদিন পূরণ হবার নয়। এই বন্দিজীবন কবে কাটবে , কবে আমরা আবার অনভ্যস্ত জীবন ছেড়ে অভ্যস্ত জীবনে ফিরে যাবো , এই কথাই এখন আপামর জনগণের প্রশ্ন ! আসলে সকাল থেকে কর্মব্যস্ত জীবনেই আমরা বেশি অভ্যস্ত। রাস্তায় বেরোলেই পিঠে ব্যাগ নিয়ে মা বা বাবার হাত ধরে ছাত্রছাত্রীদের এপ্রান্ত থেকে ওপ্রান্তে দৌড়োনো এই ছবি দেখতে না পেয়ে আমরা সত্যি হতাশ। মা বাবাদের একটাই প্রশ্ন আদৌ স্কুল খুলবে তো আর সেটা কবে ? একদিকে মহামারীর হাত থেকে নিজের, নিজের পরিবার ও অন্যান্যদের বাঁচানোর মরিয়া চেষ্টা ও অন্যদিকে এই কঠিন পরিস্থিতিতে সব কিছু কাটিয়ে বেঁচে থাকার লড়াই !
এতকিছুর পরেও হাল ছাড়লে চলবে না। অন্যান্য প্রাণীর থেকে মানুষ তো উন্নত বলেই বলা হয়। তাই তো আশা আমরা এই মারণ ভাইরাস এর হাত থেকে এই পৃথিবীকে উদ্ধার করবই।
সব হতাশার মধ্যেই আশার আলো থাকে । এখানেও তার অন্যথা হয়নি। যেমন মানুষ যে অনেকটাই অমানবিক হয়ে গিয়েছিল , করোনা আবার মানুষকে মানবিক করে তুলেছে। একে অন্যের বিপদে দূরে দাঁড়িয়ে না থেকে হাত বাড়িয়ে দিচ্ছে। আত্মিক সম্পর্কের বাইরেও সবাই সবার খবর রাখার চেষ্টা করছে। এই আশা নিয়েই থাকতে হবে যে , এই বিপর্যয় থেকে মানুষ অবশ্যই তার মুক্তির পথ বের করবে। আবার আমরা আমাদের সেই সহজাত জীবনে ফিরে যাবো। এখন দেখার বিষয় একটাই , কত তাড়াতাড়ি এসব সম্ভব হবে ? এইসব হাজারো প্রশ্ন মাথায় নিয়ে হাতে হাত রেখে মুক্ত মন নিয়ে আমাদের প্রত্যেককে *করোনা* কে জয় করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।